Thursday, January 24, 2008

বিশুদ্ধ জ্বালতন

আজকের দিনটা ভালোনা। ভিষন মন খারাপীয় একটা দিন। এদিনে কি করতে ভালো লাগে? জানিনা। এসব জানতে এখন আর ইচ্ছে করেনা। সকালে শ্রাবনী কিলঘুষি দিয়ে উঠিয়েছে যদিও, ফের ঘুমিয়ে যখন উঠলাম তখন সকাল ১১টা। জানলার বাইরের আলো দেখে মনে হলোনা সকাল। দরোজা খুলে ছাদে এসে দেখি বৃষ্টি কণা! চোখে, মুখে, অস্তিত্বে ঘুম লেপ্টে থাকায় ভাবলাম ভুল দেখছি কিন্তু শরীর জুড়ে বৃষ্টির ঝাপটা লাগতেই বিভ্রম কেটে যায়। তড়িগড়ি ফ্রেস হলাম। ড্রয়ার, ব্যাগ ঘেটেও মানিঅডার ফর্ম খুঁজে পেলাম না। আজ বৃহ:স্পতিবার খেয়াল আছে, পোষ্ট অফিস যেতে হবে সেটাও। পিসি বন্ধ করে ফ্লোরের এক কোনায় পড়ে থাকা ব্যাগটার দিকে আড়চোখে তাকিয়ে ক্ষনিক দম নিলাম। ভাল্লাগছে না একদম।

পোষ্ট অফিস থেকে বের হয়ে সিদ্ধান্ত যা নেবার নিলাম। কয়েকটা দিন আমার সবকিছু থেকে মুক্তি চাই। ব্যাস। ইদানিং অদ্ভুত সব শব্দ মাথায় ঘোরপাক খাচ্ছে। কেন তারা আসছে জানিনা। এইযে এখন একটা শব্দ বাজছে কানে, ধোলাইখাল! কেন এই অদ্ভুত শব্দটা মাথায় ঘুরছে জানিনা। তবে জানতে হবেই তেমনও কোনো উচ্ছ্বাশাও নাই। ধোলাইখালের রাস্তাঘাট ভুলে গেছি। তবে মনে আছে ওখানে সব জিনিসপত্রকে নিমিষেই বদলে দেয়া যায়। একটা ট্রাককে পাঁচ মিনিটে ভ্যানিস করে দেয়া যায়। দশ মিনিটেই উড়োজাহাজকে দু চাক্কার সাইকেল বানিয়ে দেয়া যায়!


মানুষওতো একটা যন্ত্র তাই না? ধোলাইখালে মানুষ নামক যন্ত্রটাকে মেরামত করে কিনা জানা নাই। করলে বেশ হতো। গিয়ে অর্ডার দেয়ার যেত খুব, এই যে, শুনেন- এইযে আমাকে দেখছেন, এই আমার ভেতর থেকে কেজি খানেক দু:খ বের করে এক পোয়া ওজনের সুখ ভরে দিন। অথবা। আমার মাথার ভেতর ইগো নামক এক মহা বদ লোক লুকিয়ে আছে ঐ ব্যাটাকে বের করে দিন চটজলদি।


তারপর? প্রশ্নই আসেনা। কে নিতে চায় আমার জমাট দু:খের দায়ভার?


ভাল্লাগছে না এই আমাকেই। আপাতত হাওয়া হতে চাই কয়েকদিন সবকিছু থেকে। কিন্তু কোন পথ দিয়ে পালিয়ে যাওয়াটা সহজ?

8 comments:

L said...

amar kache ekta upay ache dukhkho ber korar. kintu apnar pochondo hobena. desperate thakle bolte pari.

শাওন said...

হুমম ।

Anonymous said...

plz file ta pathay deo . ami kajta seriously korte chai .

L said...

Bolte parbenna eta kaj korena. ajke na korle kalke korbe. nahole er porer din. kintu ami 100% sure je eta kaj kore. kintu apnar 2ta jinish korte hobe - mone prane bisshash korte hobe je eta kaj kore, r cheshta kore jete hobe.
miracle jinishta hocce doa. apni jotoi faltu bhabun, eta motei faltu na. amar jonno pray protibari kaj koreche. protidin shoar age ontoto ekbar srishtikortar kache mon khule deben. mon ja ja koshto ache shob bolben. ashe pashe keo na thakai bhalo. iccha korle kadben - keo to dekhchena. r mone rakhben, tini kintu shob kotha shunte pan, so apnar kotha panite jacchena. moner kotha bolar shesh hole ja iccha tai chaben. doa kore ulta palta kichu chabenna, jeta kore ami past e bipod e porechi. best upay hocce doa kora je jeta apnar jonno bhalo shetai jeno hoy.
eta ek bochor continuously korben. ha, dhorjo dhore thakte hobe ek bochor. tarpor o jodi kono kichu change na hoy, amar jonno ek bochorer mair pathay dite paren :P.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Flores Online, I hope you enjoy. The address is http://flores-on-line.blogspot.com. A hug.

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Forget Laggin Downloads Using NZB Files You Can Hastily Find Movies, PC Games, Music, Applications & Download Them at Accelerated Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Usenet Search[/B][/URL]

Anonymous said...

Lay bare casinos? indorse this untrained [url=http://www.realcazinoz.com]casino[/url] rebuff and tergiversate online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also deter our hip [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] regulate at http://freecasinogames2010.webs.com and instigate right indignant dough !
another single [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] position is www.ttittancasino.com , because german gamblers, contemplate unrestrained online casino bonus.

Unknown said...

Kharap laglo....
Tender Business Bangladesh.